2025 সালের মুক্তি পাওয়া 5 টি Hollywood films এর নাম জানেন কী ?

Hollywood Films:- এসে গেছে নতুন বছর, আর এই নতুন বছরে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বিনোদন জগতে দর্শকদের মন জয় করার জন্য হলিউড নিয়ে এসেছে ন্যূনতম এবং জনপ্রিয় কিছু সিনেমা । আগামী বছর অর্থাৎ 2025 সালে হলিউড আসছে আরো বড় বাজেটের সিনেমা, রোমাঞ্চকর গল্প এবং চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্ট নিয়ে ।

নতুন বছরে সফলতা অর্জন করা Blockbuster movie শুধু বিনোদনে দেবে না, বরং নতুন বছর উদযাপন যোগ করবে নতুন মাত্রা দিয়ে । আজকের সমালোচনায় থাকছে সেই পাঁচটি সিনেমার গল্প, যেগুলি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে ।

* হাইলাইট :-

1. সুপারম্যান ।

2. টুয়েন্টি এইট ইয়ার্স লেটার ।

3. ক্যারাটে কিড অফ লিজেন্ড ।

4. ডেথ অব এ ইউনিকর্ন ।

5. দ্য ইলেক্ট্রিক স্টেট ।

1. সুপারম্যান :-

সুপারম্যান চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করবেন ডেভিড করেনসোয়েট । আগামী কিছুদিনের মধ্যেই হলিউড সিনেমার ওয়ার্নার ব্রস পিকচার্জ তার ইউটিউব চ্যানেলে এই সিনেমাটির ট্রেলার প্রকাশ করবেন । যেখানে সিনেমার দুই মিনিটের ট্রেইলারে দেখা যায়, একটি বরফ ঝড়ে আবৃত পরিবেশে, আকাশ থেকে কিছু একটা মাটিতে পড়ে বিস্ফোরণের সৃষ্টি করে । এরপর সেই জায়গা থেকে সুপারম্যানের চেহারা প্রকাশিত হয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় । এরপর তাকে জোরে শ্বাস নিতে নিতে মুখ দিয়ে শিশ বাজাতে দেখা যায় । ঠিক তখনই তার পাশে এসে হাজির হয় ক্রিপ্টো এবং তাকে ডাক দেয় ‘দ্য সুপার ডগ’ বলে ।

আরও পড়ুন:- আল্লু অর্জুনের গ্রেপ্তারির মধ্যেও গত 9 দিনের বক্স অফিসে 760 কোটি টাকা আয় !

হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি সিনেমা হল সুপারম্যান । যার দর্শক বিশ্বজুড়ে । এখনো পর্যন্ত এই সিনেমার সর্বমোট 6 টি সিরিজের মধ্যে আবারও আসছে নতুন একটি সিকুয়েল, যার নাম ‘সুপারম্যান’ । পরিচালক থাকছেন জেমস গান । তবে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী বছর 2025 সালের জুলাই মাসে সফলতা অর্জন করতে চলেছে ।

2. টুয়েন্টি এইট ইয়ার্স লেটার :-

তবে মূলত যারা যারা হলিউড সিনেমার ভক্ত, যেমন- হরর এবং থ্রিলার, তাদের কাছে এই সিনেমাটি এক দারুন অভিজ্ঞতা হতে পারে । যেখানে সিনেমাটিতে দেখা যায়, এক রেগ নামক ভাইরাস থেকে বেঁচে যাওয়া এক অন্যতম জাতীয় দল নির্জন দ্বীপে বসতি স্থাপন করে । এরপর পরিস্থিতি আরো জোরালো হলে পরে দলের একজন সদস্য দ্বীপ ছেড়ে ভূখণ্ডের মিশনে যাত্রা শুরু করেন । যেখানে তিনি মুখোমুখি হন পৌরাণিক গোপনীয় তত্ত্ব, চমৎকার ঘটনা এবং ভয়াবহ অভিজ্ঞতা, যা শুধু সংক্রমিকদের জন্যই নয়, অন্যান্য বেঁচে থাকা মানুষদেরও বদলে দিয়েছে । এভাবেই কাহিনীর গতিপথ এগিয়ে চলে ।

3. ক্যারাটে কিড অফ লিজেন্ড :-

হলিউডের অন্যান্য সিনেমাগুলির মধ্যে ‘ক্যারাটে কিড অফ লিজেন্ড’ সিনেমাটিও জনপ্রিয় । জানা গিয়েছে সিনেমাটি 2025 সালের 30 মে মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি লাভ করবে । সিনেমাটির ট্রেইলারে দেখা গিয়েছে, কুমফুকুং ফু অনুরাগী লিফং কোন এক কারণে তার নিজস্ব বাড়ি বেইজিং শহর থেকে বিতাড়িত হয়ে নিউ ইয়র্ক সিটিতে উপস্থিত হন । সিনেমাটির অভিনয় রয়েছেন, জ্যাকি চ্যান, রাল্ফ মেকিও, বেন ওয়াং সহ আরও প্রমুখ রাও । সেখানে গিয়ে তিনি তার বন্ধুর সাহায্যের জন্য এক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।

উক্ত প্রতিযোগিতায় তার প্রতিভা নজরে পড়ে মাস্টার ড্যানিয়েলের এবং তার প্রতি ভাই আগ্রহী হয়ে ড্যানিয়েল তাকে প্রশিক্ষণ দিতে আগ্রহী হন । এমনকি তার সহায়তার জন্য আরও একজন দক্ষ ক্যারাটে প্রশিক্ষণকে তার সঙ্গে সামিল করান, যার নাম মি হ্যানকে । এরপর থেকেই দুই অভিজ্ঞ শিক্ষক পরস্পর সম্মিলিত হয়ে ‘লি ফাংকে ক্যারাটে’ শেখানোর দায়িত্ব নেন ।

4. ডেথ অব এ ইউনিকর্ন :-

হলিউড সিনেমার 2025 সালে মুক্তি পাওয়া অন্যতম জনপ্রিয় এলেক্স সার্ফম্যানের পরিচালনায় তৈরি এই ডার্ক কমেডিয়ান চলচ্চিত্রের অভিনয়ে রয়েছেন, এক বাবা মেয়ের জুটি, রাইলি এবং এলিয়ট কাহিনী । যেখানে গল্পের শুরুতেই তারা তাদের যাত্রাপথে নিজের গাড়ি দিয়ে একটি ইউনিকর্নকে ধাক্কা মারে ।

এরপর তারা সেই ইউনিকর্নকে একটি ধনী ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিওর বন্যপ্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । এরপর থেকেই সিনেমাটির কাহিনী ভয়ংকর রূপ নেয় । চলচ্চিত্রটিতে জেনা ওর্তেগা, টে লিওনি এবং উইল পোল্টার প্রমুখ আরও অনেকেই অভিনয় করেছেন ।

5. দ্য ইলেক্ট্রিক স্টেট :-

এন্থনী রুশো এবং জো রুশোর পরিচালনায় নির্মিত এই সিনেমার গল্পে দেখা গিয়েছে, এক অনাথ কিশোরীকে । যিনি তার ছোট ভাইকে খুঁজে বের করতে একটি মিষ্টি রহস্যময় রোবট এবং এক অদ্ভুত ড্রিফটারের সঙ্গে পশ্চিম আমেরিকার পথ ধরে যাত্র শুরু করেন । এই যাত্রা থেকেই সিনেমাটির গল্প ধীরে ধীরে প্রকাশিত হয় । উক্ত সিনেমায় অভিনয় করেছেন ক্রিস প্যাট, মিলি ববি ব্রাউন এবং হ্যারেলসন সহ আরও প্রমুখ অভিনেতা । সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছর 2025 সালের 14 মার্চ ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top