Viral video (উত্তর প্রদেশ) :- এদিন এক মহিলা কনস্টেবল উত্তরপ্রদেশের এক ব্যস্ততম রাস্তায় চলাফেলা করছিলেন । ঠিক তখনই হঠাৎ এক বাইক চালক তার সামনে এসে দাঁড়ান এবং তাকে মার ধরার চেষ্টা করেন এমনকি তাকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টাও করেছিলেন । এরপরই কনস্টেবলের চিৎকারে এলাকার মানুষ ভিড় করতেই চম্পট হয়ে যান সেই বাইকার । খবর মাধ্যমে জানা গিয়েছে তার নাম আফরিন ।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরাদাবাদের এক ব্যস্ততম রাস্তায় । যেখানে হাঁটতে থাকা এক মহিলা কনস্টেবলের ওপর আক্রমণ করেন দুই বাইক আরোহীর দল । এরপর তাকে মারধরের পাশাপাশি জোর করে তার গালে চুমু খায় । মহিলা কনস্টেবলের ওপর দুঃসাহসীদের এই ঘটনা ইতিমধ্যেই উত্তরপ্রদেশ জুড়ে তোলপাড় শুরু হয় ।
এই ঘটনার পর সমাজ মাধ্যমে উত্তরপ্রদেশ সহ অন্যান্য দেশের নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । আবার কেউ কেউ বলে থাকেন, একজন মহিলা কনস্টেবল যদি সুরক্ষিত থাকতে না পারেন, তাহলে সাধারণ মহিলারা কোথায় নিরাপত্তা পাবে ? স্কুটির ধাক্কায় ভয়ংকর দুর্ঘটনা, কিন্তু কীভাবে বাঁচলেন তরুণ? জানুন ভিডিওতে …
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর স্থানীয় এলাকার এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরের এক ব্যস্ততম রাস্তা দিয়ে সেই মহিলা কনস্টেবল হাটছিলেন । জানা গিয়েছে তার নাম আমরিন । এরপর তার সামনে এক বাইক আরোহী এসে দাঁড়ায় । তারপর কনস্টেবল ও আরোহীদের মধ্যে তর্ক-বিতর্ক চলে । তর্ক বিতর্কে সেই গ্যাংয়ের এক যুবক তরুণীকে চুম্বন করার চেষ্টা করেন এবং তাকে চড় মেরে মাটিতে ফেলে দেন । ইতিমধ্যেই মাটিতে পড়ে থাকা সেই তরুণী পাল্টা জবাব দেওয়ার জন্য যুবকের গায়ে হাত তুলতে শুরু করলে অন্য ছেলেরা এসে তাকে পেটেও লাথি মারে ।
ঠিক সেই সময়েই এক বৃদ্ধ লোক তাদেরকে আটকানোর চেষ্টা করেন । এরপর তরুণী ও বৃদ্ধার চিৎকারে স্থানীয় এলাকার বাসিন্দাদের আসার আগেই সেই যুবকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান । ঘটে যাওয়া পুরো ভিডিওটিকে ঘিরে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে সেই মহিলা কনস্টেবল অভিযোগ দায়ের করলে পরে, স্থানীয় অঞ্চলের পুলিশ কর্তারা তদন্তে নামেন ।
সাপের কামড়ে ভয় পেলেন না যুবক, সত্যি নাকি নাটক? ভাইরাল ভিডিও কী বলছে?