Seven snake viral video:- সাপের কামড়ে ভয় পেলেন না যুবক, সত্যি নাকি নাটক? ভাইরাল ভিডিও কী বলছে?

Seven snake viral video:- সাপের খেলা দেখাতে গিয়ে কামড় খেলেন যুবক । কিন্তু তবুও সে হার মানেননি । পুনরায় সে সাপের সঙ্গে খেলায় মত্ত রইলেন । ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ‘যেযাকসিয়াডেন’ নামক instagram একাউন্ট থেকে পোস্ট করার সাথে সাথে দারুন ভাবে ভাইরাল হতে শুরু করে ।

যুবকের এই সাহস দেখে অনেকেই কমেন্টের মাধ্যমে তাকে সতর্ক প্রকাশ করতে বলেছেন । ভিডিওটিতে দেখা গিয়েছে খেলা দেখাতে গিয়ে যুবকের কানে সাপের ছোবল দেওয়ার পরই বেরিয়ে যায় অধিক পরিমাণে রক্ত । কিন্তু তবুও সে সাপের ছোবলকে স্বাভাবিকভাবে নিয়ে পুনরায় খেলায় মত্ত রইলেন । প্রাণের ভয়কে দূরে সরিয়ে সব ক’টি সাপকে হাতে নিয়ে কব্জা করার চেষ্টা করছিলেন ।

সমাজমাধ্যমে নানান ধরনের সাপুরিয়াকে সাপের সঙ্গে খেলা দেখার ভিডিও প্রায়শই দেখা যায় । তা সে বিষাক্তই হোক কিংবা বিষহীনই হোক । বিভিন্ন ধরনের সাপের ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে অনেকেই পোস্ট করে থাকেন । তবে এরই মাঝে এরকমই এক ব্যক্তির খবর সমাজ মাধ্যমে দারুন ভাবে ভাইরাল হচ্ছে । লক্ষেরও বেশি লোক দেখেছেন ।

“ট্রেনে সাপ হাতে যাত্রীর তাণ্ডব ভাইরাল ভিডিও !” টাকা না দিলে গায়ে ছাড়ার হুমকি…

যেখানে যুবকটি কানে সাপের কামড় দেওয়ার পরেও তিনি পুনরায় সেই সাপগুলি সঙ্গে খেলায় মত্ত রইলেন । এরপর তিনি সেই সাপগুলিকে কব্জা করার চেষ্টায় করছিলেন । ইতিমধ্যেই সে ভিডিওটি তার instagram একাউন্টে পোস্ট করেন । এরপরই দারুণভাবে ভাইরাল হতে থাকে সে ভিডিও । ভিডিওটি দেখে অনেকে আতঙ্কিত হওয়ার পাশাপাশি তাকে সতর্ক বার্তাও দিয়েছেন ।

ভিডিওতে দেখা গিয়েছে, সাপগুলির মধ্যে দু’টি সবুজ ও তিনটি কালো ডোরাকাটাসহ মোট পাঁচটি সাপকে হাতের মুঠোয় নিয়ে একটি জঙ্গলে বসে খেলছেন ওই যুবক । যুবকের হাতের মুঠো থেকে মুক্তি পাওয়ার জন্য সাপগুলি ছটফট করে । এরপরই সাপগুলি ক্রুদ্ধ হয়ে সেই যুবকের ওপর ফণা তুলতে শুরু করে । অবশেষে একটি সবুজ রঙের লম্বা সাপ তার কাঁধে কামড় দেয় ।

কিন্তু এরপরেও যুবকটি তার হাতের মুঠো না খোলায় সাপটি তার কানে ছোবল দেয় । ছোবল কি আর সাধারণ ? একেবারে তার কানের রক্ত বার করে দেয় ।

তবে তাতেও ওই যুবক ঘাবড়াননি । সাপের কামড় খেয়ে উল্টো সেগুলোর সাথে খেলতে শুরু করে ।যুবকের এই দৃশ্য দেখে সমাজমাধ্যমে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন । অনেকেই বলেছেন, “সাপগুলির কী বিষ নেই ? নাকি বিষধর না ? সবগুলি যদি বিষধর হয়, তাহলে তো তার প্রাণও যেতে পারে ।”

“সিংহের ছদ্মবেশে সিংহের ডেরায় ঢুকে সেলফি!” বিপজ্জনক সাহসিকতার ভিডিও ভাইরাল!

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top