Seven snake viral video:- সাপের খেলা দেখাতে গিয়ে কামড় খেলেন যুবক । কিন্তু তবুও সে হার মানেননি । পুনরায় সে সাপের সঙ্গে খেলায় মত্ত রইলেন । ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ‘যেযাকসিয়াডেন’ নামক instagram একাউন্ট থেকে পোস্ট করার সাথে সাথে দারুন ভাবে ভাইরাল হতে শুরু করে ।
যুবকের এই সাহস দেখে অনেকেই কমেন্টের মাধ্যমে তাকে সতর্ক প্রকাশ করতে বলেছেন । ভিডিওটিতে দেখা গিয়েছে খেলা দেখাতে গিয়ে যুবকের কানে সাপের ছোবল দেওয়ার পরই বেরিয়ে যায় অধিক পরিমাণে রক্ত । কিন্তু তবুও সে সাপের ছোবলকে স্বাভাবিকভাবে নিয়ে পুনরায় খেলায় মত্ত রইলেন । প্রাণের ভয়কে দূরে সরিয়ে সব ক’টি সাপকে হাতে নিয়ে কব্জা করার চেষ্টা করছিলেন ।
সমাজমাধ্যমে নানান ধরনের সাপুরিয়াকে সাপের সঙ্গে খেলা দেখার ভিডিও প্রায়শই দেখা যায় । তা সে বিষাক্তই হোক কিংবা বিষহীনই হোক । বিভিন্ন ধরনের সাপের ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে অনেকেই পোস্ট করে থাকেন । তবে এরই মাঝে এরকমই এক ব্যক্তির খবর সমাজ মাধ্যমে দারুন ভাবে ভাইরাল হচ্ছে । লক্ষেরও বেশি লোক দেখেছেন ।
“ট্রেনে সাপ হাতে যাত্রীর তাণ্ডব ভাইরাল ভিডিও !” টাকা না দিলে গায়ে ছাড়ার হুমকি…
যেখানে যুবকটি কানে সাপের কামড় দেওয়ার পরেও তিনি পুনরায় সেই সাপগুলি সঙ্গে খেলায় মত্ত রইলেন । এরপর তিনি সেই সাপগুলিকে কব্জা করার চেষ্টায় করছিলেন । ইতিমধ্যেই সে ভিডিওটি তার instagram একাউন্টে পোস্ট করেন । এরপরই দারুণভাবে ভাইরাল হতে থাকে সে ভিডিও । ভিডিওটি দেখে অনেকে আতঙ্কিত হওয়ার পাশাপাশি তাকে সতর্ক বার্তাও দিয়েছেন ।
ভিডিওতে দেখা গিয়েছে, সাপগুলির মধ্যে দু’টি সবুজ ও তিনটি কালো ডোরাকাটাসহ মোট পাঁচটি সাপকে হাতের মুঠোয় নিয়ে একটি জঙ্গলে বসে খেলছেন ওই যুবক । যুবকের হাতের মুঠো থেকে মুক্তি পাওয়ার জন্য সাপগুলি ছটফট করে । এরপরই সাপগুলি ক্রুদ্ধ হয়ে সেই যুবকের ওপর ফণা তুলতে শুরু করে । অবশেষে একটি সবুজ রঙের লম্বা সাপ তার কাঁধে কামড় দেয় ।
কিন্তু এরপরেও যুবকটি তার হাতের মুঠো না খোলায় সাপটি তার কানে ছোবল দেয় । ছোবল কি আর সাধারণ ? একেবারে তার কানের রক্ত বার করে দেয় ।
তবে তাতেও ওই যুবক ঘাবড়াননি । সাপের কামড় খেয়ে উল্টো সেগুলোর সাথে খেলতে শুরু করে ।যুবকের এই দৃশ্য দেখে সমাজমাধ্যমে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দিয়েছেন । অনেকেই বলেছেন, “সাপগুলির কী বিষ নেই ? নাকি বিষধর না ? সবগুলি যদি বিষধর হয়, তাহলে তো তার প্রাণও যেতে পারে ।”
“সিংহের ছদ্মবেশে সিংহের ডেরায় ঢুকে সেলফি!” বিপজ্জনক সাহসিকতার ভিডিও ভাইরাল!