WB Population:- “পশ্চিমবঙ্গে 1 কোটি রোহিঙ্গাদের প্রবেশ!” জনবিন্যাসে পরিবর্তনের প্রভাব!

WB Population:- গত শনিবার খবরমাধ্যমে প্রকাশিত পশ্চিমবঙ্গের 6 টি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তৃণমূল-কংগ্রেস বিপুল ভোটে জিত হাসিল করছে । তবে এই নির্বাচনে বিজেপি সরকার তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি । তাই এই উপনির্বাচনের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের ফলাফলের উপর সেরকম কোনো প্রভাব ফেলে না ।

এরপর গত রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠানে যোগদান করে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলে না । উক্ত অনুষ্ঠানে জনগণদের আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আগামী বছর 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নৈহাটি, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুরসহ জেলাগুলিতে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে । তবে সিতাই ও হাড়োয়ার মতো মুসলিম সম্প্রদায়ভুক্ত অঞ্চলগুলিতে ভোটের আধিক্যের কারণে হয়তো জেতা সম্ভব হবে না ।”

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি মুসলিম সম্প্রদায়ভুক্ত রোহিঙ্গা প্রবেশ করেছে, যা রাজ্যের জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে । তবে “আমি ভারতীয় মুসলমানদেরকে একথা বলছি না, তবে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের এই অনুপ্রবেশ রাজ্যের সামগ্রিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে ।”

“পুলিশের সাথে সংঘর্ষে ! বিক্ষোভের পর ধরা পড়লেন BJP বিধায়ক!”

শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, “সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল পরাজিত হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল । যার জন্য চলতি বছরের উপনির্বাচনে ভোটের আগে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের চাপ প্রয়োগের মাধ্যমে মোতায়েন করা হয়েছে । এমনকি এও শোনা গিয়েছে, তৃণমূল-কংগ্রেসের যেই সকল বুথগুলি নির্বাচনে পিছিয়ে থাকবে, সেই অঞ্চলের মানুষরা পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন ।” নিয়ম না মানলেই বাতিল লক্ষ্মীর ভান্ডার একাউন্ট ! ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে মুখ্যমন্ত্রীর নিয়ম !

তাই রাজ্যের জনগণের উপর এই ধরনের চাপ সৃষ্টির প্রভাবে এই বছরের উপনির্বাচনে তৃণমূলের জিত হাসিল রাজ্যের রাজনীতিতে তাদের শক্ত অবস্থানের ইঙ্গিত দেয় । যদিও বিজেপির দাবি, উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের ফলাফলের উপর সেরকম কোনো প্রভাব পরে না ।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের জিত হাসিলের পরেও বিরোধী দল তাদের অবস্থান মেটাতে আপ্রাণ চেষ্টা করছে । তবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও মুসলিম ভোটের প্রভাব নিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যে নতুন রাজনৈতিক আলোচনার সূত্রপাত ঘটায় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top