Viral Snake Video:- সম্প্রতি এক ভ্লগারের শেয়ার করা ভিডিয়োতে ধরা পড়েছে এক চমকপ্রদ ঘটনা । যে ভিডিওতে দেখা যাচ্ছিল, একটি ট্রেনের কামরায় এক ব্যক্তি বিষধর সাপ হাতে নিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিলেন । এমনকি তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন যে, টাকা না দিলে সাপ গায়ে ছেড়ে দেবেন । এরপরই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লোকমুখে দারুন চর্চা হতে শুরু করে ।
উক্ত ভিডিওটি শেয়ার করেছেন কেরালার এক পথযাত্রী । যার নাম ভ্লগার অশ্বিন । তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর অভিজ্ঞতা শেয়ার করে ক্যাপশনে বলেন, যাত্রাপথে হঠাৎ এক ব্যক্তি হাতে দুটি সাপ নিয়ে কামরায় উঠে পড়ে । সেই সাপগুলির মধ্যে একটি ছিল গোক্ষর সাপ, যা ঝুড়ির ভেতর থেকেই ফণা তুলতে শুরু করে ।
https://www.instagram.com/reel/DCeOcX-OhmU/?igsh=MWFiOWFqOGxocjY0YQ==
এরপর ব্যক্তিটি সাপগুলি নিয়ে সেই কামরার যাত্রীদেরকে ভয় দেখিয়ে টাকা দেওয়ার দাবি করে বসেন। তাঁর দাবিতে ছিল, যদি কেউ টাকা না দেয়, তাহলে তার গায়ে সাপ ছেড়ে দেওয়া হবে । ব্যক্তির এই কথায় স্থানীয় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় । ভিডিওতে এও দেখা যায়, আতঙ্কিত হয়ে কেউ কেউ তাকে টাকাও দিয়ে দিচ্ছে ।
“মে বোর হু… মে বহত গুসসা আয়া হু”-3 বছরের তাসুর ভিডিও ভাইরাল হওয়ার রহস্য কী?
ইতিমধ্যেই সেখানকার এক যুবক সেই ব্যক্তির এরূপ আচরণের ভিডিওটি শুট করেন । তারপর তার instagram একাউন্টে ভিডিওটি পোস্ট করলে সমাজমাধ্যমে দারুন ভাবে ভাইরাল হতে শুরু করে । পোস্ট করার এক দিনের মধ্যেই এটি 10,000,00 লক্ষেরও বেশি লোক দেখেন । ব্যক্তির এই ধরনের ঘটনা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং গণপরিবহণে এরূপ ভয়ানক পরিস্থিতির ওপর নানান প্রশ্ন তুলেছেন । আবার অনেকে এও জানিয়েছেন, “ওই সাপগুলি সত্যিই কী বিষধর ছিল, নাকি বিষ বার করা হয়েছিল ?
ঘটনাস্থলে উপস্থিত ভ্লগার প্রথমে ওই ব্যক্তিকে বেদ সম্প্রদায়ের লোক বলে ভেবেছিলেন, পরে তিনি জানতে পারেন যে তিনি নাকি ওই অঞ্চলেরই বাসিন্দা । তাই ব্যবহারকারীরা মতামত প্রকাশ করে বলেন, গণপরিবহণের এরূপ ভয়ানক পরিস্থিতি রদ করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ।
এই ঘটনা ট্রেনের যাত্রীদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়িত্বের ওপর প্রশ্ন তোলে । তবে কেবল যাত্রীদের আতঙ্কিতই নয়, বরং এটি বিপজ্জনকও । তাই যাত্রীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিশেষ জরুরি ।