Viral Video:- সম্প্রতি এক অদ্ভুত এবং বিপজ্জনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক সিংহের ছদ্মবেশেই সিংহের ডেরায় ঢুকে সেলফি তোলার দুঃসাহস দেখায় । তবে ঘটনাটি যেখানেই ঘটুক না কেন, এই ভিডিও দারুণভাবে নজর কেড়েছে নেটিজেনদের ।
ভিডিওতে দেখা যায়, যুবকটি হাতে সেলফি স্টিক নিয়ে রীতিমতো সিংহের পাশেই বসে পড়েন । যেখানে তাঁর সেলফি স্টিকের মাথায় ক্যামেরা বাঁধা ছিল । তবে সিংহের সম্মুখীন হয়ে এমন আচরণ যে কতটা বিপজ্জনক হতে পারে, তা বলাবাহুল্য । অপরদিকে পরশুরাজ প্রথমেই সন্দেহ করতে শুরু করে এবং যুবকটির গায়ের গন্ধ শুঁকতে থাকে ।
![](https://sambadtaranga.in/wp-content/uploads/2024/11/Copy-of-পশ্চিমবঙ্গ-সরকার-জুনিয়র-ডাক্তারদের-দেওয়া-সময়সীমা-লঙ্খন-করেছে-_20241124_072857_0000-1024x576.jpg)
যুবকটি অবশ্য সেই পরিস্থিতিতেও প্রাণের ভয়ে নিজের পরিকল্পনা চালিয়ে যান অর্থাৎ সেলফি তুলতে শুরু করেন । তবে সিংহের সন্দেহ ততক্ষণে আরও গভীর হয়ে যায় । এরই মাঝে বিপদের আশঙ্কা বুঝতে পেরে যুবক সেই বাঘের ছদ্মবেশেই দৌড়াতে শুরু করেন । আরও পড়ুন:- “খেলেগা ফ্রী ফায়ার… সবকো হারা দুঙ্গা !”
![](https://sambadtaranga.in/wp-content/uploads/2024/11/Copy-of-পশ্চিমবঙ্গ-সরকার-জুনিয়র-ডাক্তারদের-দেওয়া-সময়সীমা-লঙ্খন-করেছে-_20241124_101009_0000-1024x576.jpg)
পরশুরাজ তাকে তাড়া করলে, আতঙ্কিত হয়ে যুবক একটি গাছে উঠে পড়ে । ভিডিওতে দেখা যায়, সিংহটি গাছের নীচে দাঁড়িয়ে তাকে লক্ষ করছে । এরপর যুবকটি তার সেলফি স্টিক দিয়ে সিংহকে ভয় দেখানোর চেষ্টা করেন ।
![](https://sambadtaranga.in/wp-content/uploads/2024/11/Copy-of-পশ্চিমবঙ্গ-সরকার-জুনিয়র-ডাক্তারদের-দেওয়া-সময়সীমা-লঙ্খন-করেছে-_20241124_100834_0000-1024x576.jpg)
ভিডিওটি গত 26 অক্টোবর ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল এবং ইতিমধ্যেই এটি 35 লক্ষ্যেরও বেশি মানুষ দেখেছে । লোকেদের মজার মন্তব্য এবং লাইকের বন্যায় ভিডিওটি দারুন ভাইরাল হয় । তবে যুবকের এই ঘটনার জন্য তার প্রতি নিন্দা এবং জীবনের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
যদিও এখনো পর্যন্ত ভিডিওটির সত্যতা, ঘটনাটি কোথায় ঘটেছে এবং ওই যুবকের পরিণতি কী হয়েছে, তাও নিশ্চিত জানা যায়নি । তবে পশুদের ডেরায় ঢুকে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করার প্রবণতাকে অনেকেই সতর্কিত থাকার নির্দেশ দিয়েছেন ।
বন্যপ্রাণীদের ডেরায় এ ধরনের কর্মকাণ্ড যে কতটা বিপজ্জনক হতে পারে, তা এই ভিডিও থেকেই পরিষ্কার জানা গিয়েছে । তাই ভাইরাল হওয়ার আশায় এ ধরনের কাজ জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ।