Toto:- “টোটো চালিয়ে মাসে 20,000 টাকা আয় !” খরচ, মুনাফা ও কেনার পদ্ধতি জেনে নিন…

Toto:- বর্তমান সময়ে স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম জনপ্রিয় যানবাহনই হল টোটো । টোটো কেবলমাত্র যাতায়াতের মাধ্যমই তা নয়, অনেক মধ্যবিত্ত পরিবারের আয়ের উৎসও বলা যায় । তাই অনেকেই জানতে চান যে, টোটো চালিয়ে কত টাকা উপার্জন করা যায় এবং এর দৈনিক খরচ কত হতে পারে ? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ।

* নতুন ও পুরনো টোটোর দাম :-

বর্তমান বাজারে নতুন টোটোর দাম 90,000 থেকে 1.50000 টাকার মধ্যে পাওয়া যায় । বিশেষত টোটোর মডেল এবং ব্যাটারির ওপর নির্ভর করে এর দাম । এছাড়াও 30,000 থেকে 70,000 টাকার মধ্যেও ব্যবহারিত টোটো পাওয়া যায় । তবে আপনি যদি নতুন টোটো কিনতে চান তাহলে 30,000 থেকে 50,000 কিংবা এর বেশি টাকার ডাউন পেমেন্ট দিয়ে EMI-এর মাধ্যমে কিনতে পারেন ।

* টোটোর ব্যাটারি এবং খরচ :-

বিশেষত টোটোর ব্যাটারি ছ’মাস, এক বছর বা দুই বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যায় । তবে বেশিরভাগ ক্ষেত্রেই এক থেকে দুই বছরের মধ্যেই ব্যাটারি পরিবর্তন করতে হয় । দৈনিক টোটো চার্জ দিতে প্রায় 50 টাকা লাগে । অতএব দৈনিক 120-150 টাকা ব্যাটারির চার্জসহ গাড়ির রক্ষণাবেক্ষণে খরচ হয় । অর্থাৎ প্রতি মাসে আনুমানিক 4,500 টাকা টোটোর রক্ষণাবেক্ষণে খরচ হয় ।

একদিকে ব্যক্তিগত জীবনে ঝড়, অপরদিকে ডিভোর্সের দুদিন পরেই রহমানের জীবনে শুভ সংবাদ !

একবার ব্যাটারি বদলালে নতুন অবস্থায় 80 থেকে 100, এমনকি 130 কিলোমিটার পর্যন্ত চলাচল করে একটি টোটো । এরপর ব্যাটারির ওয়ারেন্টির ওপর মাইলেজ নির্ধারণ হয় ।

* টোটো চালিয়ে আয় করার সুযোগ :-

গ্রামাঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 800 টাকা আয় হয় এবং শহরাঞ্চলে। দৈনিক 1000 টাকারও ঊর্ধ্বে আয় হয় । এছাড়াও কোন যাত্রী যদি টোটো রিজার্ভ করে, তাহলে ভাড়ার ক্ষেত্রে আয়ের পরিমাণও বেড়ে যায় ।

* টোটো চালিয়ে মাসিক উপার্জন :-

টোটো চালিয়ে প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করা যায় । এটি অনেকক্ষেত্রেই চাকরিজীবী কর্মীদের মাসিক বেতনের থেকেও বেশি টাকা রোজগার করা সম্ভব হয় ।

তবে টোটো কেবলমাত্রই পরিবহন নয়, এটি একটি লাভজনক পেশাও বলা চলে । তাই আপনি যদি সঠিক পরিকল্পনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করেন , তাহলে এটি একটি সফলপ্রাপ্ত আয়ের উৎস হতে পারে ।

“সায়েন্স ল্যাবে সংঘর্ষ !” মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top