AR Rahman :- বিশ্ববিখ্যাত সুরকার এ আর রহমানের ডিভোর্স ঘোষণা ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান বিতর্ক শুরু হয়েছে । 29 বছরের দাম্পত্য জীবন শেষ করার পর থেকেই রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানুর সম্পর্ক নিয়ে নানান সমালোচনা চলছে । এরই মাঝে রহমানের জনপ্রিয় শিল্পী ও গিটার বাদক মোহিনী দে-র সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন শুরু হয় । যা সোশ্যাল মিডিয়ায় নানান বিতর্কের মুখে পড়তে হয় রহমানকে ।
* রহমানের ডিভোর্স এবং গুঞ্জনের সূত্রপাত :-
গত বুধবারই রাতের বেলা এ আর রহমান তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে ডিভোর্সের ঘোষণা করেন । তার কয়েক ঘণ্টা পরেই মোহিনী দে ও তার স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদের খবর পাওয়া যায় । এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা দুইজনের এই বিচ্ছেদের মধ্যে যোগসূত্র খুঁজে বের করা শুরু করেন । এমনকি, কিছু মানুষ এও মনে করছেন , মোহিনীর সঙ্গে রহমানের ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেই সায়রাকে ছেড়েছেন তিনি । তবে এই বিষয়ে কোনো তথ্যই রহমান ও মোহিনীর তরফ থেকে আসেনি ।
* অযথা বিতর্ক থেকে বিরত থাকার জন্য আইনজীবীর প্রতি অনুরোধ :-
রহমানের শ্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে, ‘‘মোহিনীর ডিভোর্স এবং রহমানের ডিভোর্সের মধ্যে কোনোরকম ব্যক্তিগত সম্পর্ক জড়িত নেই । এটি পুরোপুরিভাবে তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত । তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোন ব্যক্তির ভূমিকা নেই ।’’
তিনি আরও বলেন, ‘‘বিবাহিত জীবনের মধ্যে ওঠাপড়া স্বাভাবিকভাবে লেগেই থাকে । তবে এ আর রহমান এবং সায়রা তাঁদের সিদ্ধান্ত সবদিক থেকেই বিচার-বিবেচনা করে নিয়েছেন ।’’ আরও পড়ুন:- “এআর রহমানের বিচ্ছেদের পর টিম সদস্য মোহিনীর সঙ্গে ডিভোর্স ঘোষণা !”
* রহমানের নতুন সাফল্যে খুশির জোয়ার :-
এই বিতর্কের মাঝেই রহমান তাঁর ভক্তদের জন্য একটি বড় সুখবর প্রকাশ করেন । শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, দক্ষিণী সিনেমা ‘দ্য গোট লাইফ’-এর আবহসঙ্গীতের জন্য তিনি হলিউড মিউজিক অ্যাওয়ার্ডস-এ জিতেছেন । এছাড়াও ভিডিও পোস্টের মাধ্যমে রহমান তাঁর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সাফল্যের শুভ মুহূর্তটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
1995 সালে এ আর রহমান এবং সায়রা বানুর সঙ্গে দেখাশোনার মাধ্যমে বিয়ে হওয়ার দীর্ঘ 29 বছরের মধ্যে তাঁদের তিন সন্তান—খাতিজা, রহিমা এবং আমিন জন্মগ্রহন করে । তবে তাদের মাঝে খাতিজার বিয়েও সম্পন্ন হয়েছে ।
এ আর রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক হলেও, তাঁর সঙ্গীতজীবনের সাফল্য ব্যাপক জনপ্রিয় । একদিকে ডিভোর্স নিয়ে গুঞ্জন তৈরি হলেও, অন্যদিকে নতুন পুরস্কার তাঁর প্রতিভার সাক্ষরতা ।
“নিজেদের ইচ্ছায় সন্তানের আগমন!” প্রমাণ চাওয়ায় কাঞ্চনের কড়া জবাব….