WB Medical Exam :- রাজ্যের মেডিকেল কলেজগুলির নিয়োগ প্রক্রিয়ার বিষয়টিকে নিয়ে নানান দুর্নীতির অভিযোগ উঠে আসছে । মন্তব্যকারীদের প্রশ্নপত্র বিলি, নম্বর বাড়ানোর পাশাপাশি গণটোকাটুকির মতো নানান অভিযোগ । তাই মন্তব্যকারীদের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর পদক্ষেপ নিয়েছেন ।
তিনি বলেন ” এবার থেকে পরীক্ষার হলে কেউ ঘাড়ও ঘোরাতে পারবে না ।” এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও গত শনিবার ধর্মতলায় আয়োজিত জুনিয়ার ডাক্তারদের ধর্মঘট তুলে নেওয়ার পাশাপাশি তিনি আন্দোলনকারীদের কাছে বিশেষভাবে দাবি জানিয়েছেন যে, এবার থেকে মেডিকেল কলেজের পরীক্ষার হলে কেউ এদিক ওদিক ঘাড় ঘোরাতে পারবে না । এমনকি নিয়ম-কানুন সঠিক রাখার জন্য পরীক্ষার হল গুলিতে আরও উন্নত মানের প্রযুক্তিগত মাধ্যম নিয়োগ করা হবে । যাতে পরীক্ষার হল থেকে শিক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন করে, একজন অভিজ্ঞ ডাক্তার বেরিয়ে আসে । এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এক উক্তিতে বলেন, “ডাক্তারদেরকে বাজারে কিনতে পাওয়া যায় না । তাদেরকে তৈরি করতে হয় ।”মন্তব্যকারীদের প্রশ্নবিলি, নম্বর বাড়ানোর পাশাপাশি গণটোকাটকির মত নানা অভিযোগ উঠে আসে !
আর জি কর হত্যাকাণ্ডে সন্দীপ ঘোষকে ঘিরে এক নতুন মোর সৃষ্টি ! হত্যাকাণ্ডের পেছনে আরও 5 জনের তলব !
এরই মাঝে Medical Collage নিয়োগ প্রক্রিয়ার দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এক বিরাট অভিযোগ উঠে আসে । মন্তব্যকারীদের অভিযোগে শোনা যায়, ডাক্তারি নিয়োগ প্রক্রিয়া বিষয়টিতে রীতিমতো ষড়যন্ত্র চলছে । যার কারণেই মেডিকেল কলেজে অনবরতভাবে গণটোকাটুকির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে । পরীক্ষার আগেই শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হচ্ছে । বাড়িয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের নম্বর । পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা খাঁচায় যে নম্বর পেয়েছে, তা পরবর্তীতে ট্যাবুলেশনে তোলার সময় সেই নম্বর বাড়িয়ে দেওয়া হচ্ছে । তবে যারা এর প্রতিবাদ করছে, তাদের নম্বর কমিয়ে দেওয়া হচ্ছে বলে প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে ।
মন্তব্যকারীদের সাথে একমত হয়ে জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিব পুলস্ত আচার্জি বলেন , নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক দারুন সদর্থক কথা বলেছেন যেখানে, “কোন শিক্ষার্থী পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে পারবে না ।” এই বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নিবেন । তবে আজ এমন পরিস্থিতির কারণ কি ?
পুলস্ত তার নিজের করা প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন । মেডিকেল কলেজ থেকে ছাড় পাওয়ার পর নীলরতন সরকার বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের এরূপ পদক্ষেপ নেওয়ার সময় ঘনিয়ে আসছে তার কারণ, “বিগত বছরগুলি থেকে পরীক্ষার হলে শুধুমাত্র ঘাড় ঘোরানোই নয় , পরীক্ষার আগেই মুষ্টিমেয় কয়েকজনের হাতে চলে যায় প্রশ্নপত্র , তারাই পরবর্তীতে অনার্সের ভুক্তভোগী , তারাই গোল্ড মেডেল প্রাপ্তি এবং সর্বশেষে ডাক্তার হিসেবে স্থান গ্রহণ । সেই ডাক্তাররাই ওতপ্রুতভাবে বেআইনিমূলক কাজে যুক্ত ছিলেন । এমনকি তারা কেউ কেউ প্রিন্সিপাল, নেতা অফিসারদের ঘনিষ্ঠ কেউ ।”
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিশ্বের সামনে কি বক্তব্য প্রকাশ করলেন ?