Vande Bharat Sleeper , Vande Bharat Sleeper Coach :- মাত্র ২ মাসের মধ্যেই আসতে চলেছে স্লীপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস !

Vande Bharat Sleeper :- আবার থেকে আর নয় চেয়ারকার বন্দে ভারত । মাত্র 2 মাসের মধ্যেই আস্তে চলেছে স্লিপারক্লাস বন্দে ভারত এক্সপ্রেস । ট্রেনটিতে নানান ধরণের আধুনিকতম প্রযুক্তি ও সুযোগ সুবিধার মজুত রয়েছে । ভারতের রেলমন্ত্রী অস্সিনি বৈষ্ণবের নেতৃত্বে এই ট্রেনটির টিকিটের মূল্য স্বাভাবিক । তাই সাধারণ মানুষদের চলাচলের জন্য ব্যাপক পথসারথি হতে চলেছে বলে ধারণা ভারতের রেলমন্ত্রী প্রমূখদেরকে । এর পাশাপাশি বন্দে ভারত ট্রেনটি চালু হওয়ার পরেই মহারাষ্ট্রের লাতুরে অবস্থানকারী রেলওয়ে কোচ কারখানায় আরও 120 টি বন্দে ভারত স্লিপার ট্রেন বানানো শুরু হয়ে যাবে |

1\7    আগামী 2 মাসের মধ্যে এই বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেনটি ভারতের রেলপথে চলতে শুরু করবে বলে জানিয়ে অশ্বিনী বৈষ্ণব ভারতের রেলমন্ত্রী । Sleeper Class Vande Bharat ট্রেনটি দেখতে ঠিক কিরকম হবে ? সেই বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন । নুন্নতম এই ট্রেনটিতে অন্নান্ন ভারতীয় ট্রেন বিশেষকরে রাজধানী , শতাব্দী এক্সপ্রেসের থেকেও অনেক আরামদায়ক বৈশিষ্ট দিয়ে থাকে । যাত্রীদের সাধারণভাবে বসে যাতায়াতের পাশাপাশি রাতের বেলা নিজস্ব সিটেই গুমিয়ে যাত্রা সফল করতে পারবেন ।

2\7    দিনের বেলা চলাচলের পাশাপাশি এই ট্রেনটি বিশেষভাবে রাত্রে বেলায় সবচেয়ে বেশি চলাচল করবে । ট্রেনটি হাওড়া থেকে শুরু করে ভারতের বিভিন্ন উচ্চতার স্টেনশনগুলিতে দিল্লি , মুম্বাই , চেন্নাই , সেকেন্দ্রাবাদ ও বেঙ্গালোর সড়ক পথ দিয়ে চলাচল করবে । রেলমন্ত্রী বলে ছিলেন যে , ট্রেনটিকে চালানোর জন্য 10 বার ফ্রি ট্রায়াল দিতে হবে । রেলসরকারের এই ছবি প্রকাশ্যে Vande Bharat Sleeper ট্রেনটি একটি আরামদায়ক 10 বিলাসবহুল প্রদেশন করে থাকে ।

*আরও পড়ুন :- ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ধ্বসের বিরুদ্ধে মুম্বাইয়ে , মহারাষ্ট্রে “Hit With Footwear” বিক্ষোভ মিছিল !

3\7   এছাড়াও এই ট্রেনটির অন্যান্য বিশেষ প্রযুক্তির পাশাপাশি এর গতিবেগও দারুন । যেখানে ট্রেনটি মাত্র 12 ঘন্টার মধ্যে হাওড়া থেকে শুরু করে কোটা , রোটলাম , ভাদোদরা সহ সুরাটের মতো স্টেশনগুলিকে আওতায় নিয়ে আস্তে পারবে বলে আশা করে ভারতীয় রেলমন্ত্রী প্রমুখ । এই ট্রেনের সবচেয়ে নজরকার ছিল যে ট্রেনটির টিকিটের মূল্য স্বাভাবিক করা হয়েছে । খবরসূত্রে জানা গিয়েছে , এই ট্রেনটি মদ্ধবিত্ত পরিবারে পথপ্রদর্শিক হেসে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে । তবে টিকিটের মূল্য ট্রেনের জায়গা অর্থাৎ কোচ পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া নির্ধারিত হবে ।

 

4\7   বন্দে ভারত ট্রেনটি একটি পুরোপুরি এসিযুক্ত স্লিপার ট্রেন । এর পাশাপাশি ট্রেনটি মাত্র 12 ঘন্টার মধ্যে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত 1384 কিলোমিটারের পথ অতিক্রম করতে পারবে বলে জানা গিয়েছে । বর্তমানে ভারতের রেলপথ গুলিতে যেই সব ট্রেনগুলি রয়েছে তার তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে ছুটবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন । এছাড়াও ভারতের কম কম দূরগামী স্টেশনগুলোতে যাত্রা ক্ষেত্রে 15 থেকে 20 ঘন্টা সময় নেবে ।

*পড়তে থাকুন :- শিয়ালদহ স্টেশনের স্থানীয় রেল যাত্রীবাহীদের জন্য নতুন পরিষেবা চালু করা হয়েছে …

5\7   ভারতীয় রেলের সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল যে , এই বন্দে ভারত স্লিপার কার ট্রেনটি বিশেষ করে রাজধানী এক্সপ্রেসের বৈকল্পিক হিসেবে কাজ করবে । যেখানে পূর্বের বছর গুলিতে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসগুলি দিল্লি থেকে মুম্বাই অতিক্রম করতে প্রায় 16 ঘন্টা সময় নিতো । যেখানে পরিবর্তে বন্দে ভারত স্লিপার ট্রেন ভবষ্যতে মাত্র 12 ঘটার মধ্যে দিল্লি থেকে মুম্বাই অতিক্রম করতে পারবে বলে আশা করে ভারতীয় রেল সরকার ।

6\7    সমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি ট্রেনটি প্রত্যেকটি কোচের সিটগুলিতে ঝাঁকিমুক্ত আরামদায়ক মসৃন চেয়ার দেবে । এর পাশাপাশি প্রত্যেকটি কেবিনে এলইডি লাইট , সিসিটিভি ক্যামেরা , রাতের ঘুমোনোর জন্য আরামদায়ক সিট উপলব্ধ রয়েছে । ট্রেনটিতে রেলপথের ঝাঁকিকে এড়াতে উন্নতমানের সাসপেনশন লাগানো রয়েছে ।

*এক নজরে :- রেলওয়ে পরিষেবার বেহাল পরিস্থিতি , এই নিয়ে বিক্ষোভ নিত্য যাতায়াতকারীদের …

7\7    এছাড়াও এই ট্রেনটিতে উন্নতমানের আর্গোনমিক্যালি ডিজাইনের যুক্ত টয়লেট রয়েছে । এর পাশাপাশি টয়লেটকে গন্ধ মুক্ত করার জন্য ব্যবস্থাও থাকবে । পাশাপাশি মডুলার ফিটিংসহ এয়ারফ্লাক্স সহ ভ্যাকুয়াম যুক্ত টয়লেটও রয়েছে এবং স্পিল্গ রোধ করার জন্য উন্নত মানের ডিজাইনযুক্ত বেসিনও রয়েছে । এছাড়াও প্রতিটি বগিতে স্নান করার জন্য গরম ও ঠান্ডা জলভিত্তিক শাওয়ারের সুবিধাও রয়েছে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top